1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
এই প্রথম সৌদিতে সরকারি সফরে ইসরায়েলি মন্ত্রী - DeshBideshNews
November 26, 2024, 2:50 pm
 

এই প্রথম সৌদিতে সরকারি সফরে ইসরায়েলি মন্ত্রী

  • Update Time : Tuesday, September 26, 2023
  • 79 Time View
এই প্রথম সৌদিতে সরকারি সফরে ইসরায়েলি মন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : একজন ইসরায়েলি মন্ত্রী প্রথম উচ্চ পর্যায়ের প্রকাশ্য সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক সুরক্ষিত করার আলোচনার মধ্যে দেশটির পর্যটনমন্ত্রী হাইম কাটজ একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কাটজ হলেন প্রথম ইসরায়েলি মন্ত্রী, যিনি সৌদি আরবে একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।’ কাটজ রিয়াদে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দুই দিনের সফরের সময় ইসরায়েলি মন্ত্রী তার সৌদি সমকক্ষের সঙ্গে বৈঠক করবেন। তবে কাটজের কার্যালয় এ ধরনের আলোচনায় কোন দেশগুলো প্রতিনিধিত্ব করবে তা উল্লেখ করেনি। রিয়াদ তিন দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে তার প্রথম প্রতিনিধিদল পাঠানোর সময় এই যুগান্তকারী সফরটি এলো। গত মাসে ফিলিস্তিনি অঞ্চলে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়া নায়েফ আল-সুদাইরি মঙ্গলবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ দেওয়ার সময় এই কূটনৈতিক সফরগুলো হলো। এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনিদের সঙ্গে বিরোধ সমাধানের আগে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে রিয়াদের কয়েক দশক ধরে চলা অবস্থানকে ভেঙে দিতে পারে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ