দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছে। এ ঘটনার পর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সিরিয়া সরকার। আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ২টায় বিমানবন্দর ও আশেপাশের এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার দুই সৈন্য নিহত হয়েছে।
এছাড়া সামরিক কিছু সরঞ্জাম ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক বছরের কম সময়ের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরটির পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর আগে গত ১০ জুন ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের অবকাঠামো।
এর আগে গত বছরের ১০ জুন ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে দামেস্ক বিমানবন্দরে। ওই হামলায় বিমানবন্দরের অবকাঠামো এবং রানওয়েগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। অবশ্য মেরামত শেষে দুই সপ্তাহ পরে বিমানবন্দরটি আবারও চালু হয়। মূলত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ইসরায়েল অবশ্য খুব কমই সিরিয়ায় এই ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে থাকে।
ইসরায়েল অবশ্য স্বীকার করেছে, তারা ইরান-মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। যেমন লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের হামলার অন্যতম টার্গেট, কারণ তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীকে সহায়তা করার জন্য হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।