দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানের ওয়াজিরাবাদে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন ইমরান। সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী।
ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ ওয়াজিরাবাদে লং মার্চের সময় ইমরান খানের পা লক্ষ্য করে গুলি চালিয়েছে এক অস্ত্রধারী। একাধিক টেলিভিশন চ্যানেল পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে কন্টেইনার থেকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
ডন নিউজ টিভির খবরে বলা হয়েছে, ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
আগাম নির্বাচনের দাবিতে পিটিআই-এর লংমার্চ নিয়ে ইসলামাবাদ যাওয়ার পরিকল্পনা রয়েছে ইমরান খানের। পিটিআই দলের নেতা ইমরান ইসমাইল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। বোল টিভিকে তিনি বলেছেন, যখন হামলা হয় তখন তিনি ইমরান খানের পাশে ছিলেন। হামলাকারী ছিল একেবারে কন্টেইনারের সামনে এবং হাতে ছিল একে-৪৭ রাইফেল।
ইমরান খানের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে পুলিশ মহাপরিদর্শক এবং পাঞ্জাবের মুখ্য সচিবের কাছ থেকে অবিলম্বে প্রতিবেদন চাওয়ার নির্দেশ দিয়েছেন।