1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসে আগুন, নিহত ২২ - DeshBideshNews
November 24, 2024, 10:29 pm
 

ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসে আগুন, নিহত ২২

  • Update Time : Wednesday, October 4, 2023
  • 81 Time View
ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসে আগুন, নিহত ২১

মোহাম্মাদ উল্লাহ সোহেল, বিশেষ প্রতিনিধি (ইতালি) : ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে ভেনিসের সঙ্গে যুক্ত হওয়া সেতুর কাছে বাসটি ফ্লাইওভারের রেলিঙ ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর পরই বাসটিতে আগুন ধরে যায়। মেস্ত্রে জেলার রেলপথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ এখনই জানা যায়নি। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি। আহতদের মেস্ত্রে ত্রেভিজ পাদোবা সহ বিবিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া জন্য দ্রুত প্রেরন করা হয়।

ইতালির ভেনিস শহরে প্রায় ১৮ থাকে ২০ হাজার বাংলাদেশি বসবাস করেন। নিহতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ভেনিস এর আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া বলেন নিহত ও আহতদের মধ্যে ইতালীয় সহ বিভিন্ন জাতীয়তার লোক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, একটি বিশাল ট্র্যাজেডি ঘটে গেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। জানা যায় বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন। এলাকা বাসির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ