মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: গ্রীষ্মকালীন মেলা উদযাপন পরিষদ ২০২২ এর উদ্যোগে ইতালির রোমের ভিয়া প্রেনেসতিনা ২২৯ এ শুক্রবার (২৯ জুলাই) থেকে আগামী রোববার (৩১ জুলাই) পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী প্রতিদিন বিকেল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ গ্রীষ্মকালীন মেলাচলবে।
আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের সকল প্রস্তুতি সম্পন্ন, দেশি-বিদেশি খাবার, পোষাকসহ বিভিন্ন ধরনের স্টল থাকবে এ মেলায়। এ ছাড়া মেলায় প্রতিদিন স্থানীয় ও বাংলাদেশ, কলকাতা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করবেন।
এছাড়াও ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
মেলার আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ জসিম, সদস্য সচিব সাইফুল ইসলাম বেপারী, প্রধান উপদেষ্টা হাবিব চৌধুরী, প্রধান সমন্বয়কারী সজল সিকদার, যুগ্ম আহবায়ক শেখ মামুন, আতিকুর রহমান রাসেল প্রমুখ। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন সারমিন জাহান সুবর্ণা, মকবুল হোসেন ও সায়রা হোসেন রানী। আয়োজকদের পক্ষ থেকে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করা হয়।