আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার প্রতিবাদে প্রতিদিন রাশিয়ায় বিক্ষোভ চলছে। রোববারও এর ব্যতিক্রম ছিল না। এদিন রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন এলাকা থেকে সাড়ে ৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
আল জাজিরা জানায়- রোববার মস্কোয় প্রায় আড়াই হাজার মানুষ রুশ হামলার বিরুদ্ধে বিক্ষোভে নামেন। তাঁদের ১ হাজার ৭০০ জনকে আটক করা হয়েছে। অপরদিকে সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভে নামা ১ হাজার ৫০০ জনের মধ্যে ৭৫০ জন আটক হন। রাশিয়ার অন্যান্য এলাকা থেকে আরও ১ হাজার ৬১ জনকে আটক করা হয়েছে।
বিবিসি জানায়- আটক ব্যক্তিদের স্থানীয় থানাগুলোতে রাখা হয়েছে। সেখানে তাঁদের বিচারের আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত হবে।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়াজুড়ে মোট ১০ হাজার ৯৪৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকারবিষয়ক ওয়েবসাইট ওভিডি-ইনফো।