দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফ্রান্সের তৈরি সিজার আর্টিলারি এরই মধ্যে ইউক্রেনীয় সৈন্যরা ব্যবহার করছে । ইউক্রেনের জন্য আরো ২৫০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার প্যাকেজ স্থানীয় সময় বৃহস্পতিবার ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সিএনএন জানিয়েছে, স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে ওই প্যাকেজে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনের জন্য যতগুলো প্যাকেজ ঘোষণা করেছে, তার মধ্যে ঘোষিত এই প্যাকেজটি দ্বিতীয় বৃহত্তম। পেন্টাগন জানিয়েছে, নতুন প্যাকেজে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া যান, ৫৯টি ব্যাডলি ফাইটিং বাহন অন্তর্ভুক্ত থাকবে। এর আগের প্যাকেজে ৫০টি ব্যাডলি অন্তর্ভুক্ত ছিল।
ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে ব্যাবহারের জন্য চলতি মাসেই কিয়েভকে শতাধিক এই সামরিক যান দেওয়া হবে। নিরাপত্তা সহায়তার প্যাকেজে হিমার্স রকেট সিস্টেমের জন্য প্রচুর গোলাবারুদ থাকছে। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স, মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমআলআরএস থাকছে।
রাশিয়ার হামলা প্রতিহতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন। এদিকে জার্মান সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ট্যাংক পাঠালেই রুশ আগ্রাসন দমনে ইউক্রেনে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠাবে বার্লিন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশও তাদের নিজস্ব নতুন প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে কিয়েভের জন্য। ব্রিটেন, পোল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, ডেনমার্ক, চেক রিপাবলিক, এস্তোনিয়া, নেদারল্যান্ড ও স্লোভাকিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ইউক্রেনকে সহায়তা করবে।