আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক আহত। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ৬৪ জন। জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়- ২৬ ফেব্রুয়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে- প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কয়েকশ বাড়ি।
এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে- জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে এরইমধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।