1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর - DeshBideshNews
November 26, 2024, 12:28 pm
 

ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

  • Update Time : Saturday, November 19, 2022
  • 89 Time View
ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার প্রথমবারের মতো ইউক্রেন সফর করেছেন। পাশ্চাত্যের মিত্র দেশটির প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি। কিয়েভ সফর করে ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা প্যাকেজ দেওয়ার ঘোষণা দেন ঋষি সুনাক। রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে দেশটিকে সহায়তা করবে ওই প্যাকেজ। সুনাকের পূর্বসূরীরাও ইউক্রেন ইসুকে অগ্রাধিকার দিয়েছিলেন। সফরের পর নতুন এ ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘যুক্তরাজ্য স্বাধীনতার জন্য লড়াইয়ের অর্থ কী, তা বোঝে। আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে রয়েছি। ’

ছয় কোটি ডলারের যে নতুন ব্রিটিশ সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে, তাতে ড্রোন হামলা প্রতিহত করার মতো অ্যান্টি-এয়ারক্রাফট গান এবং রাডারের মতো প্রযুক্তি থাকবে বলে জানা গেছে। বিবৃতিতে সুনাক বলেন, স্থলভাগে যখন রাশিয়ার বাহিনীকে পিছিয়ে নিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ঠিক ওই সময়টিতেই আকাশ থেকে নৃশংস গোলাবর্ষণের শিকার হচ্ছে বেসামরিক লোকজন। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা আজ নতুন আকাশ প্রতিরক্ষা দেওয়ার ঘোষণা দিচ্ছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও শনিবার একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, দুই নেতার মধ্যে কিয়েভে দেখা হচ্ছে এবং জেলেনস্কি লন্ডনের সমর্থন অব্যাহত রাখাকে স্বাগত জানাচ্ছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ