1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইউক্রেন সেনা প্রত্যাহার করলে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া - DeshBideshNews
November 24, 2024, 6:37 pm
 

ইউক্রেন সেনা প্রত্যাহার করলে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া

  • Update Time : Friday, June 14, 2024
  • 70 Time View
ইউক্রেন সেনা প্রত্যাহার করলে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি তার ন্যাটো উচ্চাভিলাষ থেকে সরে আসে এবং মস্কোর দাবিকৃত ইউক্রেনের চারটি অঞ্চল থেকে বাহিনী প্রত্যাহার করে তাহলে রাশিয়া যুদ্ধ বন্ধ করবে এবং শান্তি আলোচনায় বসবে। শুক্রবার তিনি এসব কথা বলেছেন।

পুতিন বলেছেন, ‘শর্তগুলো খুবই সহজ। তার দাবি, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ‘যখন তারা কিয়েভে ঘোষণা দেবে যে, তারা এই ধরনের সিদ্ধান্তের জন্য প্রস্তুত এবং এই অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু করার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করছে, আমাদের পক্ষে অবিলম্বে, আক্ষরিক অর্থে ওই মুহূর্তে আদেশ অনুসরণ করে যুদ্ধবিরতি ও আলোচনা শুরু হবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আবারও বলছি, আমরা অবিলম্বে এটি করব। স্বাভাবিকভাবেই, আমরা একই সাথে ইউক্রেনীয় ইউনিট ও সংস্থাকে বাধাহীন এবং নিরাপদ প্রত্যাহারের নিশ্চয়তা দেব।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ