আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বলেছে- বিশ্বের সেরা পরাশক্তিকেও সাধারণের স্তরে নামিয়ে দেওয়ার ক্ষমতা মস্কোর আছে। আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাশিয়াভীতি ছড়িয়ে রাশিয়াকে মাথা নত করতে বাধ্য করতে চায় তারা। কিন্তু তারা ব্যর্থ হবে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এমন মন্তব্য করেছেন।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ।
দিমিত্রি মেদভেদেভ বলেন- যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাশিয়াভীতি ছড়িয়ে রাশিয়াকে মাথা নত করতে বাধ্য করতে চায় তারা কিন্তু তারা ব্যর্থ হবে।
বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ সচিব হিসেবে কর্মরত আছেন দিমিত্রি মেদভেদেভ।
দিমিত্রি মেদভেদেভ বলেন- পশ্চিমারা রাশিয়া বিরোধী কার্যক্রম চালাচ্ছে। কিন্তু তাদের এ পরিকল্পনা কাজে দেবে না। শত্রুদের তাদের নিজ স্থানে বসিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে।