1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব : ইরান - DeshBideshNews
November 27, 2024, 6:33 pm
 

আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব : ইরান

  • Update Time : Sunday, May 28, 2023
  • 72 Time View
আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব : ইরান

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে ইরান। দেশটির জাতীয় তেল কম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, বর্তমানে আমাদের তেল-গ্যাসের যে রিজার্ভ রয়েছে তাতে আগামী একশ’ বছর নিশ্চিন্তে তেল ও গ্যাস উত্তোলন করতে পারব। গত শুক্রবার ইরানে প্রথম তেল কূপ খননের ১১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি। ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন ও জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।

কেবল ইরান নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা। খোজাস্তে বলেন, ‘নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান তৎপরতা চলছে। বহু খনি রয়েছে যেগুলো এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।’খোজাস্তে মেহের আরো বলেন, ইরান স্বল্প মূল্যে কাঁচামাল বিক্রি করে দিতে প্রস্তুত নয় এবং ইরান মূল্যবোধ নিয়ে কাজ করে। এ কারণেই ইরানের বিরুদ্ধে শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ