1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন মেরিনের ৩ সেনা নিহত - DeshBideshNews
November 26, 2024, 8:20 pm
 

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন মেরিনের ৩ সেনা নিহত

  • Update Time : Sunday, August 27, 2023
  • 85 Time View
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন মেরিনের ৩ সেনা নিহত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন মেরিন সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। একটি নিয়মিত সামরিক মহড়ায় সেনা পরিবহনের সময় স্থানীয় সময় রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

মেরিন রোটেশন ফোর্স—ডারউইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অন্য পাঁচজনকে ‘গুরুতর অবস্থায় রয়াল ডারউইন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দূরবর্তী তিউই দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হওয়া এমভি-২২বি অসপ্রে বিমানটিতে ২৩ জন মেরিন সেনা ছিলেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি নরম্যান আলবানিজি ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করে বলেছেন, এ দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার কোনো কর্মী শিকার হননি। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের প্রায় আড়াই হাজার কর্মী মহড়ায় অংশ নিচ্ছেন। প্রশান্ত মহাসাগরের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সাম্প্রতিক বছরগুলোতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে সামরিক সহযোগিতা জোরদার করছে।

আলবানিজি ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এক বিবৃতিতে বলেছেন, ‘অস্ট্রেলীয় ও মার্কিন কর্মীরা এক শতাব্দীরও বেশি সময় ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এ ঘটনাটি আমাদের কর্মীদের ও আমাদের অংশীদার দেশগুলোর গৃহীত পরিষেবার তাৎপর্যের একটি অনুস্মারক।’
প্রসঙ্গত, গত মাসে কুইন্সল্যান্ডের উপকূলে একটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হলে বৃহৎ দ্বিপক্ষীয় মহড়ার সময় চার অস্ট্রেলিয়ান সেনা নিহত হন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ