নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ৫ আগস্টের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী যুবলীগ নেতা সন্ত্রাসী অলিদ মিয়ার হুকুমে ও তাঁর সহোদর ৭নং জগদীশপুর আ.লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে জগদীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বতর্মান মেম্বার বেনু মিয়ার উপর হামলা করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে স্হানীয় জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামে এই হামলায় ৭ জন আহত হয়েছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের আনছর আলীর পুত্র যুবলীগ নেতা অলিদ মিয়ার হুকুমে ও তাঁর সহোদর আব্দুল আজিজ ১৫/২০ জন দুর্ধর্ষ লোক নিয়ে রাত ৮টার দিকে ৪নং ওয়ার্ডে বেনু মিয়ার অফিসে অর্তকিত হামলা চালায়।
এতে মৃত কাঁচামনার ছেলে মো: বুরহান মিয়া (৪৩), মৃত আদিল হোসেনের ছেলে মো: রমজান (৪৫), মৃত মুক্ত হোসেনের ছেলে মো: উম্মেদ মিয়া (৪৩), জুয়েল মিয়া (৩০), হেলাল (৩৫), মোবারক মিয়া (৪৫), শামিম মিয়া (৩৩) গুরুতর আহত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, হামলার নেতৃত্বদানকারী অলিদ মিয়া মাধবপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের পক্ষে নেতৃত্ব দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ভাংচুর ও জ্বালাও পোড়াও করার মামলার পলাতক আসামী মামলা নং ৩০/৩৫১। এদিকে পাবেল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী, বিএইচএল কোম্পানির চাঁদাবাজি মামলার আসামি ও সেই নেতৃত্বদানকারী অলিদ মিয়া। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলাসহ হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।