1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ - DeshBideshNews
November 24, 2024, 8:42 am
 

পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

  • Update Time : Monday, September 9, 2024
  • 34 Time View
পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর ৪ কোটি টাকার সম্পদ জব্দ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিনের ব্যাংক হিসাব স্থগিত ও স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের এ সম্পত্তি জব্দ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দুদকের উপপরিচালক রেজাউল করিম বলেন, ‘টি আই তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে আরো স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে আমরা ধারণা করছি।

এ দম্পতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পরিপূর্ণ হিসাব পাওয়ার পর এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে। তুহিন বা তার স্ত্রী যাতে ব্যাংক থেকে টাকা তুলে নিতে না পারেন কিংবা স্থাবর সম্পত্তি অন্যের নামে হস্তান্তর করতে না পারেন এ জন্য এ সম্পত্তি জব্দ করে রাখা হলো। দুদকের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন অনুসন্ধান করে স্থাবর-অস্থাবরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পান। এসব সম্পত্তি জব্দ করার জন্য ফরিদপুর দুদুক গত ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশন বরাবর আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর আদালত সম্পত্তি জব্দ করার আদেশ দেন। সে পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর এ সম্পত্তি জব্দ করে দুদক।

স্থগিত করে দেওয়া হয় ব্যাংক হিসাব। আরো জানা গেছে, জব্দ করা স্থাবর সম্পত্তি সবই পুলিশ কর্মকর্তা তুহিনের স্ত্রী জামিলা পারভীনের নামে। এর মধ্যে খুলনা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় তার বাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। ব্যাংকে টাকা ও স্থায়ী আমানত রয়েছে ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকার।

এর মধ্যে ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখায় সঞ্চয়ী হিসাবে ৩৯ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা রয়েছে। ওই ব্যাংকের অন্য একটি হিসাবে স্থায়ী আমানত রয়েছে ৪০ লাখ টাকা।

দুদক জানায়, তুহিন লস্করের স্ত্রী জামিলার আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এই সম্পদ তিনি অর্জন করেছেন। জব্দ করা ৩ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৮৪১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মধ্যে টিআই তুহিন লস্করের নিজের নামে ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখায় একটি হিসাবে ২৬ লাখ ৪৮ হাজার ৩৯১ টাকা রয়েছে। জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে তুহিনের স্ত্রীর নামে রয়েছে আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের খুলনার হাইজিং এস্টেট এলাকার গোয়ালপাড়া মৌজায় ১.৮০৫ কাঠা জমির ওপর দুই ইউনিটের পাঁচতলা বাড়ি, আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের খুলনার খালিসপুরের গোয়ালপাড়া মৌজায় ১.৮০৫ কাঠা জমি, আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ফরিদপুর শহরের ১১৬ নম্বর কমলাপুর মৌজায় এক হাজার ২০০ বর্গ ফুটের ফ্ল্যাট, আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের শহরের ১১৯ নম্বর হাবেলি গোপালপুর মৌজায় ১২০০ বর্গফুটের ফ্ল্যাট, এক লাখ ৫৬ হাজার টাকা মূল্যের শহরের হাবেলি গোপালপুর মৌজায় ০০.৩৫ শতাংশ জমি, ৪০ লাখ টাকা মূল্যের গোপালগঞ্জ সদরের খাটারা মৌজায় ৫.২০ শতাংশ জমি, ৯ লাখ ১৮ হাজার ২২৫ টাকা মূল্যের ওই একই মৌজায় ৭.৮০ শতাংশ এবং ৬ লাখ ১২ হাজার ২২৫ টাকায় ৫.২ শতাংশ জমি । জানতে চাইলে টিআই তুহিন লস্কর বলেন, ‘আমার সব সম্পত্তি বৈধ। তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে।’

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ