1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ড. ইউনূসকে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন জিএম কাদের - DeshBideshNews
November 24, 2024, 7:59 am
 

ড. ইউনূসকে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন জিএম কাদের

  • Update Time : Wednesday, August 7, 2024
  • 54 Time View
ড. ইউনূসকে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন জিএম কাদের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)।

জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনূসকে স্বাগত জা‌নি‌য়ে তা‌কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ড. ইউনূসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

মোহাম্মদ কাদের বলেছেন, জীবন্ত কিংবদন্তি ড. ইউনূস আমাদের অহঙ্কারের ধন। ড. ইউনূস ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন, তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল। বিশ্ববাসীর কল্যাণে ড. ইউনূসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূসের বিকল্প হয় না। ড. ইউনূসের নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত।

গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন। তার নেতৃত্বেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনোখুনি, চুরি, ডাকাতি ও হাইজ্যাকের খবর আসছে। দেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ