দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ‘ফেভারিট’ নামের নতুন ট্যাব থাকছে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে। এ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের বা প্রিয় মানুষদের কথোপকথনকে আলাদা ট্যাব করে রাখতে পারবেন, যাতে নতুন করে খুঁজতে না হয়।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাতে দ্যা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মেটার মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নিত্যনতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিংকে আরও সহজ করে তোলা হচ্ছে। এমনই এক আপডেট এনেছে মেসেজিং প্ল্যাটফর্মটি, যেখানে নির্দিষ্ট কোনো কথোপকথন বা চ্যাট ‘ফেভারিট’ হিসেবে নির্বাচন করার পর চ্যাট ফিল্টারে পিন করে রাখা যাবে।
এছাড়া একটি স্ক্রিনশট প্রকাশ হয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপ’ ট্যাবের পাশাপাশি ‘ফেভারিটস’ নামেরও একটি চ্যাট ফিল্টার দেখা যায়। এই ফেভারিটস চ্যাট ফিল্টার ট্যাবের নিচে ‘অ্যাড টু ফেভারিটস’ নামের অপশনটি রয়েছে। সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট চ্যাট ফেভারিটস ট্যাবে যোগ করা যাবে। ফেভারিটস ট্যাবে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও সংযোজন করা যাবে। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে ফেভারিটস ট্যাবে থাকা চ্যাট পরিবর্তন ও বাদ দিতে পারবেন।
বেটাইনফো বলছে, এ জন্য ফেভারিটস নামের একটি ফিল্টার অপশন থাকবে অ্যাপে। নতুন এক ট্যাব আনা হবে অপশনে। যেখানে ফেভারিট হিসেবে নির্বাচন করা চ্যাটের তালিকা দেখা যাবে। ব্যবহারকারীরা পছন্দের চ্যাটটি পিন করেও রাখতে পারবেন, যাতে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে বলে জানায় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।