মোহাম্মদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের আয়োজনে ধারাবাহিক ভ্রাম্যমান কনস্যুলার সার্ভিস ইতালির মনফালকনে তিন দিনব্যাপী সেবা প্রধান করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি মনফালকনে ও বাংলা স্কুল মনফালকনে এবং ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’ র সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি হলরুমে এ সেবা প্রদান করা হয়। তিন দিনে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশীদের কে সেবা প্রদান করেন।
বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের কনসাল জেনারেল এম যে এইচ জাবেদ বলেন আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি যেন ভবিষ্যতে সেবার মান আরো উন্নত করে প্রদান করতে পারি।
সেবা গ্রহীতারা বলেন প্রতিটি শহরে যদি ভ্রাম্যমান সেবা চালু থাকে তাহলে প্রবাসীরাদের সময় অর্থ এবং হয়রানি থেকে বেঁচে যাবেন এবং দূতাবাসেও চাপ কমে যাবে। কনস্যুলেট সেবা নিতে বিভিন্ন প্রভিন্স থেকে মনফালকনে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশী। নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রধান সহ যাবতীয়ন কনস্যুলেট সেবা গ্রহন করেন।
মনফালকনে সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগণ মিলান দূতাবাসের পুরো টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।