দেশ বিদেশ ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ জনই এই মাসে মারা যান। আর সোমবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬০ জন। তাদেন মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। আর এর আগের দিন রোববার আক্রান্ত হয়েছিলেন ৬৫ জন। এই নিয়ে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২১২ জন। তাদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবোর্চ্চ ৩৫ জন রোগী ভর্তি আছেন।
আর এর পরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৩ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ১২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, বিজিবি হাসপাতালে (পিলখানা) ৭ জন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ১ হাজার ৮৭৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৩২৯ জন। আর চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯২৩ জন।