সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : স্মলহীতের কভেন্ট্রি রোডে অবস্থিত “সোনার বাংলা রেস্টুরেন্টে’’ গত ৬ই নভেম্বর সন্ধায় বৃটেনের বিভিন্ন শহরে থাকা কানাইঘাট ও জকিগঞ্জেরের একঝাঁক উদ্যমী মানুষের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলহাজ্ব এম ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় দুই উপজেলার প্রবাসী মানুষের সমন্বয়ে অত্র এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা, এলাকার শিক্ষা সংস্কৃতি উন্নয়নে নিজেরা ভূমিকা রাখার লক্ষ্যে আলাপ আলোচনা হয়। দীর্ঘ আলাপ আলোচনা শেষে সভায় উপস্থিত সবাই একটি সামাজিক সংগঠন গড়ার সিদ্ধান্তে উপনিত হন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত সকলে সর্বসম্মতভাবে কাইঘাট জকিগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বার্মিংহাম জোসেফ চ্যাম্বারলেন কলেজের সাবেক অধ্যাপক বৃটেনে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আলহাজ্ব এম ফারুক আহমেদ চৌধুরীকে আহবায়ক এবং আলহাজ্ব ফয়েজ উদ্দিন ও আলহাজ্ব হাফিজ মাওলানাকে ফয়জুর রহমানকে যুগ্ম আহবায়ক ও দশজন সদস্য নিয়ে “কানাইঘাট ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’’ নামে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সদস্য হিসাবে আছেন যথাক্রমে: মুজাম্মিল আলী, ফখর উদ্দিন, আলহাজ্ব রায়হান আহমদ চৌধুরী, ইসলাম উদ্দিন, ফয়সল আহমদ চৌধুরী, তারেক আহমদ চৌধুরী, জামাল আহমদ চৌধুরী, এনাম আহমদ চৌধুরী, ফয়জুল করিম বাহার প্রমুখ ।
আলোচনা সভায় প্রত্যেক বক্তারা নতুন এই সংগঠন নিয়ে নিজ এলাকার উন্নয়নে কাজ করার ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রকাশ করেন। আগামী ৫/৬ মাসের মধ্যে সাংগঠনিক সকল প্রক্রিয়া শেষ করে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কাঠামোকে আরো শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।