দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দেশের শীর্ষ পেস তারকা তাসকিন আহমেদ। এবার ফিরিয়ে দিলেন আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব। ইংল্যান্ড সিরিজের আগে আপাতত অনুশীলনের দিকেই মনোযোগ দিতে চান তাসকিন। বিপিএলে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে তিনি এখন মাঠে ফেরার লড়াই করছেন।
সম্প্রতি তাসকিনকে পিএসএলে খেলার প্রস্তাব দিয়েছিল ‘মুলতান সুলতানস’। তাসকিনকে তারা ১৭ থেকে ২৬ তারিখের মধ্যে তিনটি ম্যাচ খেলানোর প্রস্তাব দিয়েছিল। তবে ফিজিওর সঙ্গে পরামর্শ করে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন। আজ শনিবার মিরপুরে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ এটা। তো কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, ওখানে গিয়ে আমি এ খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আক্ষেপ নেই।’
গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় আইপিএল দল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট প্রস্তাব দিয়েছিল তাসকিনকে। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তাসকিন। পরে বিসিবি এজন্য তাকে আলাদা করে একটা আর্থিক সম্মানী দিয়েছিল। গত ৩০ জানুয়ারি বিপিএলের সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। এমআরআইয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার ধরা পড়ে। এজন্য আর বিপিএলের বাকি অংশে তাকে দেখা যায়নি। উল্লেখ্য, ইতোমধ্যেই পিএসএলে খেলতে গেছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশাল বিপিএল থেকে বিদায় নিতেই সাকিব পেশোয়ার জালমির হয়ে খেলতে চলে যান।