দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লিবিয়িা উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৭৩ জন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের জাহাজডুবির ঘটনায় ১১ লাশ উদ্ধার করেছে লিবিয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ৭ জন বেঁচে গেছেন। ভয়ানক পরিস্থিতিতে তারা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
আল জাজিরা বলছে, মঙ্গলবারের জাহাজডুবির ঘটনাটি ভূমধ্যসাগরের সর্বশেষ ট্র্যাজেডি। ইউরোপে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা লিবিয়ার এই রুটটি ব্যবহার করছে। আইওএমের তথ্য মতে, ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮২১ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর থেকে নিখোঁজ হয়েছে।