1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যাঁরা বিজয় এনে দিয়েছেন তাঁদেরকে সম্মান দেখানো কর্তব্য: প্রধানমন্ত্রী - DeshBideshNews
November 29, 2024, 4:49 pm
 

যাঁরা বিজয় এনে দিয়েছেন তাঁদেরকে সম্মান দেখানো কর্তব্য: প্রধানমন্ত্রী

  • Update Time : Wednesday, February 15, 2023
  • 84 Time View
যাঁরা বিজয় এনে দিয়েছেন তাঁদেরকে সম্মান দেখানো কর্তব্য: প্রধানমন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার যখন এসেছে, আসার পর থেকেই কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়েছি। দলমত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের সম্মান করেছি আমরা। ৭১ সালের যাঁরা অস্ত্র তুলে নিয়ে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, বিজয় এনে দিয়েছেন তাঁদেরকে সম্মান দেখানো- এটা আমাদের কর্তব্য বলে মনে করি।

আজ বুধবার (১৫ ফেব্রয়ারি) গণভবন থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’র চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ৭৫ পরবর্তী সময়ে অবহেলিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধারা যে মুক্তিযোদ্ধা এই কথাটাই মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়।

তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছি, তাঁদের নূন্যতম ভাতা এখন ২০ হাজার টাকা। তাছাড়া যাঁদের ঘর নাই, বাড়ি নাই, তাঁদের ঘরবাড়ি করে দিয়েছি। তাঁদের জন্য স্বাধীনতার ভাতা, বৈশাখী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি। যার ফলে মুক্তিযোদ্ধারা অত্যন্ত মাথা উঁচু করে বলতে পারেন যে হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধা, তাঁর সন্তানরা যেন বলতে পারেন আমারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই সম্মানটা আমরা দেবার চেষ্টা করেছি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ