দেশ-বিদশ নিউজ ডেস্ক : ধ্বংসস্তূপের মধ্যে একের পর এক মৃতদেহ উদ্ধার চলছেই। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজারের বেশি। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটিতে ৩১ হাজার ৬৪৩ জন নিহত হয়েছে। এদিকে জাতিসংঘ এবং সিরিয়া সরকারের হিসাব অনুযায়ী, সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এখানে মৃতের সংখ্যা ১৯৩৯ সালের ভূমিকম্পকে ছাড়িয়ে গিয়ে ৩১৬৪৩ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের ঠিক এক সপ্তাহ পর সোমবার উদ্ধারকারীরা তুরস্কের ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। এখন জীবিত উদ্ধারের আশা একেবারেই কমে আসছে। কিন্তু তীব্র শীতের মধ্যে স্বজনদের অপেক্ষা চলছেই, যদি জীবিত অবস্থায় সন্ধান পাওয়া যায় পরিবারের সদস্যদের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তীব্র শীতের কারণে বিপর্যয় ঘনিয়ে আসতে পারে সিরিয়ায়। এতে সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংগঠন হোয়াইট হেলমেট। সিরিয়ার আলেপ্পো শহর থেকে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ জানিয়েছেন, উদ্ধার অভিযান পর্বের ‘সমাপ্তি ঘনিয়ে আসছে’। এখন আশ্রয়, খাবার ও স্কুলগুলো চালু করার দিকে মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।