দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে হার, এরপর স্প্যানিশ সুপার কাপের শিরোপাও হাতছাড়া হয় রিয়াল মাদ্রিদের। এবার কোপা দেল রে’র ম্যাচে ঘুরে দাঁড়াল স্প্যানিশ জায়ান্টরা। বৃহস্পতিবার রাতের ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। জেরার্দ মোরেনোর অ্যাসিস্টে গোলটি করেন এতিয়েন ক্যাপ। ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। জেরার্দ মোরেনোর থ্রু বল থেকে টেনে নিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন স্যামুয়েল চাকউয়েজ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভিয়ারিয়াল।
বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫৭তম মিনিটে গোল করে ব্যবধান কমান রিয়ালের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ১২ মিনিট পর গোল করেন আরেক ব্রাজিলীয় এডের মিলিতাও, ম্যাচে ফিরে আসে সমতা। ৮৬তম মিনিটে মার্কো আসেনসির পাসে গোল করে রিয়ালের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন দানি সেবাইয়োস। এই জয়ের ফলে কোপা দেল রে’র শেষ আটে পৌঁছে গেছে কার্লো আনচেলত্তির দল।