দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৪৩ শতাংশ করোনা সংক্রমণের জন্য ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ১৪ জানুয়ারি পর্যন্ত সপ্তাহের শেষ দিন পর্যন্ত দেশের মোট সংক্রমণের ৪৩ শতাংশই ঘটাচ্ছে এক্সবিবি.১.৫। জানুয়ারির প্রথম সপ্তাহে এই সাব-ভ্যারিয়েন্টটির বিস্তারের হার ছিল ৩০ শতাংশ। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মাইকেল অস্টারহোম গত সপ্তাহে বলেছেন, ‘সম্ভবত বিশ্ব সবচেয়ে খারাপ যে ভ্যারিয়েন্টটির মুখোমুখি হচ্ছে সেটি হচ্ছে এক্সবিবি।
তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের মধ্যে সাতটিতে যেখানে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে সেখানে এক্সবিবির বিস্তার বাড়ছে। তবে গত দুই বছরের সঙ্গে চলতি বছরের পার্থক্য হচ্ছে, এবার মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি।