1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মুম্বাই বিমানবন্দরে ২৮ কোটি রুপির কোকেনসহ আটক ১ - DeshBideshNews
November 27, 2024, 12:43 am
 

মুম্বাই বিমানবন্দরে ২৮ কোটি রুপির কোকেনসহ আটক ১

  • Update Time : Tuesday, January 10, 2023
  • 82 Time View
মুম্বাই বিমানবন্দরে ২৮ কোটি রুপির কোকেনসহ আটক ১

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মুম্বাই বিমানবন্দরে ২৮ কোটি রুপির মাদকসহ আটক হয়েছেন এক ব্যক্তি। ২৮ কোটি রুপির কোকেনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে ভারতের মুম্বাই বিমানবন্দরে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ব্যাগের নিচে লুকিয়ে ওই যাত্রী মাদকগুলো নিয়ে যাচ্ছিল। পরে তার কাছ থেকে প্রায় তিন কেজি মাদক উদ্ধার করেন আবগারি দপ্তরের কর্মকর্তারা।

পুলিশ জানায়, যে ব্যাগে করে কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ব্যাগে বেশ কয়েকটি স্তর বানানো হয়েছিল। তার নিচে এমনভাবে লুকিয়ে ওই কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল যে কারো পক্ষে সন্দেহ করা সম্ভব ছিল না। কিন্তু আবগারি দপ্তরের কর্মকর্তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে, কোকেন পাচার হচ্ছে। তার পরই ওই যাত্রীকে মাদকসহ আটক করা হয়।

এদিকে গ্রেপ্তার হওয়ার পর ওই যাত্রী দাবি করেছেন, তাকে ফাঁসানো হয়েছে। এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তার আলাপ হয়। ওই ব্যক্তিই তাকে ব্যাগটি দিয়েছিলেন। তার দাবি অনুযায়ী পুলিশ ওই ব্যক্তি সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে।

গত সপ্তাহেও মুম্বাই বিমানবন্দর থেকে ৪৭ কোটি রুপির মাদক বাজেয়াপ্ত হয়েছিল। সেই ঘটনায় দুই যাত্রীকে আটক করেছিল পুলিশ। তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজির মতো হেরোইন এবং দুই কেজি কোকেন উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন। অন্য জন এসেছিলেন নাইরোবি থেকে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ