দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়া দাবি তুলেছে, তারা ইউক্রেনের ক্রামাতোরস্ক নগরীতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে’ ছয় শতাধিক ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ক্রেমলিন। রাশিয়া বলেছে, নতুন বছর শুরুর আগের দিন সন্ধ্যায় মাকিভকায় রাশিয়ার একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ৮৯ জন রুশ সৈন্যকে হত্যার প্রতিশোধ নিতেই তারা ওই হামলা চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, রাশিয়া যে হামলায় শত শত ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে বলে দাবি তুলেছে, তাকে ‘প্রপাগান্ডা’ হিসেবে চিহ্নিত করেছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, মস্কোর দাবি সত্য নয়। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বিবিসিকে বলেন, এটা রাশিয়ার আরেকটি প্রপাগান্ডা। রয়টার্সও তাদের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্রামাতোরস্ক নগরীর বেশ ক্ষয়ক্ষতি হলেও ভবন ধ্বংস হয়ে যাওয়ার বা মানুষ নিহত হওয়ার কোনো স্পষ্ট প্রমাণ দেখা যায়নি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দুটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছয় শতাধিক সেনাকে হত্যা করার দাবি করা হয়েছে। তারা বলছে, ওই দুটি ভবনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা অস্থায়ী ঘাঁটি গেড়েছিল।
রাশিয়ার পক্ষ থেকে ক্রামাতোরস্কের যে দুটো ভবনের কথা উল্লেখ করা হয়েছে, তা মূলত কলেজ ডরমেটরি বা হোস্টেল। রয়টার্সের প্রতিনিধিরা ভবন দুটি পরিদর্শন করেছেন। সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি তারা দেখতে পাননি। সেখানে সেনাদের অবস্থান বা রক্তের স্পষ্ট চিহ্নও দেখেননি তারা।