1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ব্রাজিলের কংগ্রেস ভবনে বলসোনারো সমর্থকদের হামলা-ভাঙচুর - DeshBideshNews
November 27, 2024, 12:27 am
 

ব্রাজিলের কংগ্রেস ভবনে বলসোনারো সমর্থকদের হামলা-ভাঙচুর

  • Update Time : Monday, January 9, 2023
  • 77 Time View
ব্রাজিলের কংগ্রেস ভবনে বলসোনারো সমর্থকদের হামলা-ভাঙচুর

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা দেশটির কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে ব্যাপক হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রবিবার দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ও কট্টরপন্থি নেতা বলসোনারোর সমর্থকরা ওইসব স্থানে তাণ্ডব চালিয়েছে। ব্রাজিলের এ ঘটনায় দুই বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মার্কিন ক্যাপিটলে আক্রমণের বিষয়টি বেশ তীব্রভাবে উঠে আসছে।

সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ২০২২ সালের অক্টোবরের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে পরাজিত করেন। রবিবার বলসোনারোর সমর্থকদের হামলার পর তিনি রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে রবিবার বিক্ষোভের আগুনে বিস্ফোরিত হয়ে উঠেছে ব্রাজিল। বলসোনারোর সমর্থকরা দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে হামলা চালিয়েছে। বলসোনারোর সমর্থকরা ব্রাসিলিয়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে একের পর এক জায়গায় হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে। বিরোধী দলের এই হামলার তীব্র সমালোচনা করে একে ‘ফ্যাসিস্ট’ আক্রমণ বলে আখ্যা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রবিবার বন্যা বিধ্বস্ত আরারাকোয়ারা শহরে পরিদর্শনে গিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। সেখানে থাকা অবস্থায় রাজধানী ব্রাসিলিয়ায় হামলার খবর পান তিনি। এরপর সেখান থেকেই তিনি ডিক্রি জারি করেন। হামলার নিন্দা করে লুলা বলেন, এই ফ্যাসিস্ট সমর্থকরা এমন কিছু করল, যা এ দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। যারা এই হামলা চালিয়েছে, তাদের আমরা খুঁজে বের করব এবং আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ