কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক বিশ্ব নারী দিবস (৭ই মার্চ ২০২২) উদযাপন করা হয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট তৌহিদুল ইসলাম চৌধুরী।
উপস্থিত ছিলেন- স্থানীয় রাজনীতিবিদবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।
ভক্তরা তাদের আলোচনায় নারী শিক্ষার গুরুত্ব সমাজে নারীর অবদান এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নারীর অধিকার রক্ষা, সমতাভিত্তিক রাষ্ট্রীয় এবং সামাজিক কর্মকান্ড পরিচালনা করা, নারীর অধিকার প্রতিষ্ঠা করা, নারী শিক্ষার বিস্তার এবং সর্বোপরি নারী শিক্ষার অগ্রগতির জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণের সর্বোপরি সহযোগিতায় আশ্বাস প্রদান করেন।
ভক্তরা আরো বলেন- নারী শিক্ষা প্রসারে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ, মৌলভীবাজার এবং বৃহত্তর সিলেটের ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।