1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
২০২২ সালে বাংলাদেশের আলোচিত দশ ঘটনা - DeshBideshNews
November 29, 2024, 2:53 am
 

২০২২ সালে বাংলাদেশের আলোচিত দশ ঘটনা

  • Update Time : Sunday, January 1, 2023
  • 103 Time View
২০২২ সালে বাংলাদেশের আলোচিত দশ ঘটনা

২০২২ সালে বাংলাদেশের আলোচিত দশ ঘটনা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আশা হতাশার মধ্য দিয়ে শেষ হলো ২০২২। বছরটিতে দেশের মানুষের যেমন ছিলো পাওয়া তেমনি না পাওয়ার হতাশাও ছিলো। বাংলাদেশের ২০২২ সালের সেরা ১০ ঘটনা নিয়ে দেশ-বিদেশ নিউজের এবারের আয়োজন- “বাংলাদেশের আলেচিত দশ”

সীতাকুণ্ডে বিস্ফোরণ

১. সীতাকুণ্ডে বিস্ফোরণ
চার জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৫১ জনের প্রাণহানি হয়। আহত হন দুই শতাধিক মানুষ। এ ঘটনায় ৭ জুন ডিপোর আট কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা হলেও এখনও তদন্ত শেষ হয়নি।

সারাদেশে লোডশেডিং

২. সারাদেশে লোডশেডিং
চার অক্টোবর দুপুর ২টা ৪ মিনিটে কারিগরি ত্রুটির কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিডে নজিরবিহীন বিপর্যয় ঘটে। সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। এদিকে জুলাই থেকে শুরু হয় বিদ্যুতের রেশনিং। ১ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের মুখোমুখি হতে হয় মানুষকে। শীত – আসার পর এই লোডশেডিং কমতে শুরু করে।

পদ্মাসেতুর উদ্বোধন

৩. পদ্মা সেতুর উদ্বোধন
পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুটি পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত ছিল। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২০ মিটার (৩৯০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ডলার সংকট

৪. ডলার সংকট
গত মে মাস থেকে ডলারের সংকট তীব্র হতে শুরু করে। রপ্তানি আয় ও রেমিট্যান্স কমে যাওয়ার কারণে একদিকে যেমন ডলারের বিনিময় মূল্য বেড়েছে, অন্যদিকে ব্যাংকগুলোয় তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার সংকট। ডলার সংকট শুরুর পর থেকেই ব্যবসায়ীরা অভিযোগ করছিলেন যে, ব্যাংক রাজি না হওয়ায় পণ্য আমদানি করার জন্য তারা ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না।

রিজার্ভ কমে যাওয়া

৫. রিজার্ভ কমে যাওয়া
গতবছর আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল৷ এখন ডলার রিজার্ভ আছে ৩৪ বিলিয়নের মতো। এ থেকে আইএমএফের আপত্তির (রিজার্ভ গণনার পদ্ধতিতে নিয়ে আপত্তি) কারণে বাদ যাবে প্রায় ৮ বিলিয়ন ডলার। ফলে প্রকৃত রিজার্ভ আরও কমে যাবে।

চা শ্রমিকদের আন্দোলন

৬. চা শ্রমিকদের আন্দোলন
২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ৯ আগস্ট থেকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করে চা বাগানগুলোর প্রায় দেড় লাখ শ্রমিক।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত

৭. ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত
অক্টোবরের শেষ সপ্তাহে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত করেছিল। এতে ৩৫ জন মারা যান। ঘরবাড়ি, চিংড়িঘের, পুকুর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আদালত থেকে জঙ্গী ছিনতাই

৮. আদালত থেকে জঙ্গী ছিনতাই
২০ নভেম্বর পুলিশের উপর হামলা ও পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়ে যায় তাদের অন্যান্য জঙ্গিরা। পরে এই ঘটনায় রাজধানীসহ সারাদেশে রেড অ্যালার্ট জারি হলেও এখনো মূল অপরাধীরা গ্রেপ্তার হয়নি। তবে এই ঘটনায় অপরাধীদের সহযোগিতা করার জন্য মেহেদী হাসান অমিকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির জেগে ওঠা

৯. বিএনপির জেগে ওঠা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ভদ্রলোকের আবির্ভাবের আশার আলো ছড়িয়েছেন। উৎকণ্ঠা থেকে বিএনপি অফিসে হামলা, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ গণগ্রেপ্তার করে সরকার আবারও বল প্রয়োগের পুরোনো রাজনীতির হিংসা বার্তা দিয়েছে। বুয়েট ছাত্র ফারদিন হত্যার জট খোলেনি, তবে এ নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। ২০২২ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিএনপির ১১ কর্মী খুন হয়েছেন। শাহবাগে সুষ্ঠু নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণকালে একজন প্রবীণ নাগরিক ও রাজনীতিককে থাপ্পড় মারার ঘটনা দেখেছেন মানুষ। বছর শেষ হয়েছে বিএনপি, মধ্য ডান ও উদার বাম দলগুলোর ‘নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের যুগপৎ আন্দোলন’ শুরুর মধ্য দিয়ে।

দেশে প্রথম মেট্রোরেল

১০. দেশে প্রথম মেট্রোরেল
দেশে প্রথম মেট্রোরেল যাত্রা শুরু হয়েছে। বুধবার ২৮ ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১২ কিলোমিটার এই পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড। যানজটের নগরী ঢাকায় বাস কিংবা অন্য যানবাহনের চেয়ে এত দ্রুত যাতায়াত ঢাকাবাসীকে স্বস্তি দেবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ