দেশ-বিদেশ নিউজ ডেস্ক : স্থানীয় সময় গতকাল শুক্রবার পশ্চিম তুরস্কের একটি রেস্তোরাঁয় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরনে সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে। একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। ওই প্রদেশের গভর্নর সিএনএন তুর্ককে বলেছেন, আরও পাঁচজন আহত হয়েছেন এবং এদর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সিএনএন তুর্কের এক প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটে এই বিস্ফোরণ।
দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ টুইট করে বলেছে, এই বিস্ফোরলের ঘটনার সঙ্গে একজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত করছেন।
প্রদেশটির গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ‘রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা গন্ধ পাচ্ছিলেন এবং এর কিছুক্ষণের মধ্যেই ঘটে বিস্ফোরণ। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।’মিডিয়া আরও জানায়, ওইদিন নাজিলি জেলার ‘তুর্কি ডোনার’ কাবাবের দোকানে বিস্ফোরণের পর আগুন লেগেছে। ফুটেজে ঘটনাস্থলে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স দেখা গেছে।