কামরুল আই রাসেল, লন্ডন প্রতিনিধি : বিলেতে বসবাসরত বাঙ্গালি কমিনিউটির সর্বসাধারণের মাজে বাংলাদেশী সংস্কৃতি জিয়িয়ে রাখতে প্রায় প্রতি বছরই দু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে বাংলা ক্রেজ নামে একটি প্রতিষ্টান। ২৬ ডিসেম্বরে এবারের বক্সিং ডে’তেও বাংলা ভাষীদের জন্য বাংলা ক্রেজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনের ইলফোর্ডে ক্রাউন বাংকুইট সুইট হলে (IG1 4LX) এক বিশাল লাইভ কনসার্ট। স্থানীয় সময় রাত ৮টা ৩০মিনিটে এ কনসার্টে স্টেজ কাঁপাবেন বাংলাদেশের জনপ্রিয় ফোক কন্ঠ শিল্পি সাজ্জাদ নূর ও বীথি চৌধুরী। সেই সাথে কৌতুক পরিবেশন করবেন রাসেল হামিদ ওরফে কাট্টুস আলী। এছাড়াও সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরা কন্ঠ চ্যাম্পিয়ন ২০১৬ এর ইনা খান, লন্ডন-সিলেটের জনপ্রিয় কন্ঠ শিল্পি শংকরি, টিকটক তারকা গায়ক ওয়াহিদ।
ইতিমধ্যে কন্ঠশিল্পী সাজ্জাদ নূর প্রশাংসায় ভাসছেন নেট দুনিয়া। ইতিমধ্যে তার গাওয়া লাগাইয়া পিরিতি, সজনী গো, দিওয়ানাসহ সকল গান প্রায় কয়েক লক্ষ ভিউ অতিক্রম করেছে। অপরদিকে বীথি চৌধুরীর শুধু জীবন খাতা গানটিই ইউটিউবে দেখেছে ৭৮ লক্ষ দর্শক। এবার তাদের মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে বাংলা ক্রেজ বক্সিং ডে লাইভ কনসার্ট। ইতিমধ্যে লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উৎসেবরে আমেজ দেখা দিয়েছে অনুষ্ঠানটিকে ঘিরে।
এবারের আয়োজনে মনমাতানো কৌতুক পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরো সৌন্দর্যমন্ডিত করবেন রাসেল হামিদ ওরফে কাট্টুস আলী। ইতিমধ্যে কৌতুক পরিবেশনের মাধ্যমে লন্ডনে ভূয়সী প্রশংসা লাভ করেছেন কাট্টুস আলী। তাই আয়োজকদের ধারণা তার কৌতুক পরিবেশন হবে লাইভ কনসার্টের অন্যতম প্রধান আকর্ষণ।