1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ - DeshBideshNews
November 26, 2024, 6:41 pm
 

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ

  • Update Time : Tuesday, December 20, 2022
  • 87 Time View
ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনার সুপারিশ করেছে, ঘটনার তদন্তকারী মার্কিন কংগ্রেসের একটি কমিটি। অভিযোগগুলো প্রমাণিত হলে তার ৪০ বছরের জেল হতে পারে। গতকাল সোমবার একটি জনসভা চলাকালীন, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ বিচার বিভাগের কাছে হস্তান্তর করার জন্য কংগ্রেসের তদন্ত কমিটি সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগের বিচার করা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যায়। কিন্তু তার সমর্থকরা জালিয়াতির অভিযোগ তোলে এবং নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি তারা ক্যাপিটল হিলে হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন। এই ঘটনাটি তদন্তে গঠিত কমিটি এ হামলার পেছনে ট্রাম্পের সম্পৃক্ততা পেয়েছে। তাই তারা ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগে বিচার করার সুপারিশ করেছে।

সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে জানিয়েছে, যদি ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগে বিচার করা হয় ও সেগুলো প্রমাণিত হলে তার ৪০ বছরের জেল হতে পারে। ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। তদন্ত কমিটি ক্যাপিটল হিলের ঘটনায় ট্রাম্পের সম্পৃক্ততা ও উস্কানি নিয়ে দীর্ঘ ১৮ মাস তদন্ত করেছে। ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনার সুপারিশ করেন তারা। সুপারিশগুলো হচ্ছে— দ্রোহিতায় উস্কানি ও সহযোগিতা করা, সরকারি কাজে বাধা, যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার চক্রান্ত ও মিথ্যা বিবৃতি দেওয়ার ষড়যন্ত্র করা।

ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এ তদন্ত প্যানেলে দুজন রিপাবলিকান সদস্যও রয়েছেন। আগামী কাল বুধবার কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। কংগ্রেসের তদন্ত কমিটি এ ধরনের সুপারিশ করার পর একটি বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে ‘ক্যাঙ্গারু আদালত’ হিসেবে অভিহিত করেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ