1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে ফুটবলারের মৃত্যুদণ্ - DeshBideshNews
November 25, 2024, 1:24 am
 

বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে ফুটবলারের মৃত্যুদণ্

  • Update Time : Thursday, December 15, 2022
  • 83 Time View
বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে ফুটবলারের মৃত্যুদণ্

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গত মাসে প্রেপ্তার হওয়ার পরে পেশাদার ফুটবলার আমির রেজা নাসর আজাদানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানে নারীদের পোশাক নিয়ে করা আন্দোলনে সমর্থন দেওয়ায় তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। ইরানের আইএসএনএ নিউজ এজেন্সি অনুসারে, ইরানের ইসফাহানে বিক্ষোভ চলাকালীন তিন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার ঘটনায় আজাদানিকে গ্রেপ্তার করা হয়েছিল। ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

২৬ বছর বয়সী এই ইরানী লিগ ফুটবলার ছাড়াও এই তালিকায় আরো আছেন কমপক্ষে ২৭ জন ইরানি। তারাও এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। ইরানের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আমির। সর্বশেষ তিনি দেশটির ক্লাব ট্র্যাক্টর এসসির হয়ে খেলেছেন।

ইরানের এমন সিদ্ধান্তে অবাক ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো। তারা অবিলম্বে আজাদানির শাস্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। ফিফপ্রো একটি টুইট বার্তায় বলে, ‘আমরা আমিরের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। একইসঙ্গে অবিলম্বে তার শাস্তি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। ’

সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর তার মৃত্যুর দিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে পুরো দেশে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ