দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত মিছিল থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর লাকসাম সড়কের কাসেমুল উলুম মাদরাসা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- আদর্শ সদর উপজেলার রঘুরামপুর এলাকার মো. রবিউল ইসলাম (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের মো. নুরুল আমিন (৩৩)।
তারা দুজনই মহানগর জামায়াতে ইসলামীর কর্মী বলে নিশ্চিত করেছে সংগঠনটির একাধিক নেতা। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলর মোশারফ হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর সালাউদ্দিন মোড় থেকে শুরু হয়। পরে মিছিলটি টমছম ব্রিজ এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার সময় পুলিশ আসার খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় কর্মসূচি। এ সময় ওই দুজনকে পাশের কাসেমুল উলুম মাদরাসা এলাকা থেকে আটক করে পুলিশ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, নাসির আহম্মেদ মোল্লা, মহানগর জামায়াত নেতা কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসাইন সবুজ, ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি ডা. ইউসুফ আবদুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফুল ইসলামসহ নেতারা। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। বিকাল ৩টার দিকে হঠাৎ করে জামায়াত-শিবিরের লোকজন মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুজনকে আটক করা হয়েছে।