1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি: আইনমন্ত্রী - DeshBideshNews
November 28, 2024, 8:02 pm
 

কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি: আইনমন্ত্রী

  • Update Time : Sunday, December 11, 2022
  • 81 Time View
কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছি: আইনমন্ত্রী

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের আচরণে কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।গতকাল (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‌‘মানবাধিকার দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই তাদের আচরণে দুঃখ পেয়েছি। কোনও ব্যাপারে তারা যখন কথা বলেন, তার আগে নিজেদের রাষ্ট্রের অবস্থান এবং সেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা বিবেচনা করে কথা বলবেন। আনিসুল হক বলেন, বাংলাদেশে বিদেশি রাষ্ট্রদূত যারা আছেন, তারা যে রাষ্ট্র থেকে এসেছেন কিংবা যে রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন; সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না। যদি মনে করেন তারা নিজেদের প্রতিনিধিত্ব করেন, তারা কিন্তু তা করেন না। আমি বলব তারা যখন কথা বলেন, তার আগে তার দেশের অবস্থান, সেই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা কথা বিবেচনা করবেন। ভিয়েনা কনভেনশনে এটাই লেখা আছে।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের পরিস্থিতি বিবেচনা করে, জনগণ যেভাবে চায়, আমরা সেভাবেই দেশ পরিচালনা করি। গত ২-৩ দিনে আমি যা দেখেছি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাদের (বিদেশি রাষ্ট্রদূত) আচরণে দুঃখিত হয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির বেশ কয়েকজন নেতাকে কারাগারে পাঠানোর ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটুকু আপনাদের দৃঢ়ভাবে বলতে পারি যে আইন তার নিজের গতিতে চলবে এবং সরকার সেখানে কোনও হস্তক্ষেপ করবে না এবং করে না।

তিনি বলেন, আমি এটাও বলেছি, রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করাটা মানবাধিকারের লক্ষণ না। তাদের দেশ বিরাট মানবাধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দিচ্ছে। তাদের দেশে ফিরিয়ে আনা কঠিন তবে আমরা চেষ্টা করছি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ