আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় দফায় আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এক টুইট বার্তায় বলেছেন- রুশ ফেডারেশনের সঙ্গে তৃতীয় দফা আলোচনায় প্রতিনিধিদলে কোনো পরিবর্তন আনা হয়নি। খবর আল জাজিরার।
এর আগে দুই দফায় আলোচনায় বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকের পর গত কয়েক দিনে দুই দফায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে বেরিয়ে যেতে অস্ত্রবিরতির ঘোষণা দেয় রাশিয়া। তবে তা সফল হয়নি। এ নিয়ে দুই দেশই একে অপরকে দায়ী করেছে।
আজ থেকে ইউক্রেনের চার শহরের বাসিন্দাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে গোলাগুলি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরগুলোর মধ্যে মারিউপোল ছাড়াও রয়েছে কিয়েভ, খারকিভ ও সুমি।