সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : বার্মিংহামের গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব মিডল্যান্ডের বিভিন্ন পত্রিকায় ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সহকর্মীদের নিয়ে সিলেট সিটি করর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেদওয়ান আহমদের সম্মানে কভেন্ট্রি রোডস্থ সোনার বাংলা রেস্টুরেন্টে অনাড়ম্বরভাবে স্বল্প নোটিশে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলা প্রেস ক্লাবের সভাপতি বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে ও সিনিয়ার সদস্য বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসিরের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত সভার মধ্যমণি সিলেট সিটি করর্পোরেশনের ৫নং ওয়ার্ডের বারবার নিবার্চিত কাউন্সিলর ও সাংবাদিক রেদওয়ান আহমদের সাংবাদিকতা জীবনের অতীতের অনেক চ্যালেঞ্জ, রির্পোট করা নিয়ে সুন্দর কিছু ঘটনার স্মৃতিচারণ করেন। এক সময়ের দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট বিভাগের প্রতিনিধি হিসাবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে মিডিয়া জগতে ছিল তাঁর ব্যস্ত পদচারণা। বর্তমানে রেদওয়ান আহমদ সাংবাদিক থেকে একজন জনপ্রতিনিধি, সিলেট সিটির জনবহুল ও আলোচিত ৫নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর। তিনি সিলেট প্রেস ক্লাবের কার্যকরি কমিটির সদস্য, সিলেট ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যসহ বহু সামাজিক সংগঠনের সহিত জড়িত ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দ ৫নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সুযোগ সুবিধাসহ নানা বিষয়ে অনেক প্রশ্ন করে সবাই জানতে চান, কাউন্সিলর হিসাবে উনার কি ভূমিকা বা তিনি নিজ থেকে কি কি উদ্যোগ নিয়েছেন। সাংবাদিক ও কাউন্সিলার রেদওয়ান আহমদ অত্যন্ত সুন্দর ও সাবলিলভাবে বাস্তব অবস্থার সুন্দর করে ব্যাখ্যা করে সকলকে জানান।
মুক্ত এই আলোচনা সভায় উপস্থিত বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব মিডল্যান্ডের সদস্যরা ছিলেন যথাক্রমে: মোহাম্মদ মারুফ, সৈয়দ নাসির , বদরুল আলম ( বাজ), জিয়া তালুকদার, সোহেল আহমদ চৌধুরী, ওবাইদুল হক খোকন, সৈয়দ নাদির, বাহার উদ্দিন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শমসেদ বক্ত চৌধুরী, কবির উদ্দিন, মোহাম্মদ মুত্তাকিম, আব্দুল মমিন চৌধুরী, এডঃ নজরুল ইসলাম, সুহেল আহমদ চৌধুরী, আব্দুল মুমিন, আব্দুল মুকিত, মোহাম্মদ মজনু মিয়া, মোহাম্মদ রফিকুর রহমান রফু, রিয়াদ আহমদ শাহাব উদ্দিন প্রমুখ।