বিশেষ প্রতিনিধি : ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নির্যাতনের শিকার ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে শনিবার বিকেলে উদ্ধার করে পুলিশ। গুরুতর অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেন- শিশুটির সারা শরীর ঝলসে গেছে।
পুলিশ বলেছে- শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান মিডিয়া’কে বলেন- বিকেলে ৯৯৯ থেকে ফোন পেয়ে ভাটারা থানার পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের বাসা থেকে গৃহকর্মীকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তা এজাজ সাকলায়েন ও তানজিনা হামিনকে আটক করা হয়। শিশু গৃহকর্মীকে চার মাস আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।