দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মুলতানে শুরুটা হয়েছিল ঝড়ের বেগে। পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের ২২০ রানের জবাবে আশিকুর রহমান শিবলি খেলেন ৫৬ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় ৭২ রানের ইনিংস। এমন উড়ন্ত শুরুর পরও ১ উইকেটে ৬১ থেকে ৫ উইকেটে ১১৩ রানে পরিণত হওয়ায় চাপে পড়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সেই চাপ জয় করে ম্যাচটা শেষ পর্যন্ত জেতে ৪ উইকেটে।
এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও আজ ২-১ ব্যবধানে নিশ্চিত করল বাংলাদেশ। বৃষ্টিতে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের ৯ উইকেটে ২২০ রানের চ্যালেঞ্জ বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল পেরিয়ে যায় এক ওভার হাতে রেখে। মুলতানে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। একই ভেন্যুতে পরের ম্যাচ ১২৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান। আজ সিরিজ নির্ধারনী ম্যাচে মোহাম্মদ তৈয়ব আরিফের ৮৭ ও আরাফাত মিনহাসের ২৬ বলে ৪৩-এ ভর করে বড় পুঁজিই পেয়েছিল স্বগতিকরা।
জবাবে আশিকুর রহমান শিবলির ৫৬ বলে ১১ বাউন্ডারি ২ ছক্কায় ৭২ রানের ইনিংসে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দ্রুত ৫ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে অধিনায়ক আজহার আমিন ও পারভেজ রহমান জীবনের ৮৫ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অধিনায়ক আজহার আমিন ৫২ রান ও পারভেজ রহমান জীবন খেলেন ৫৭ রানের ইনিংস।