দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশের সামনে সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগটি বাংলাদেশ নয়, লুফে নিয়েছে পাকিস্তান। বাবর আজমরা পৌঁছে গেছে শেষ চারে, আর বাংলাদেশ বিদায় নিয়েছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পরদিনই দেশে ফেরার ফ্লাইট ধরছে টাইগাররা।
অ্যাডিলেইড থেকে সিঙ্গাপুর হয়ে আজ (সোমবার) রাতেই ঢাকায় নামবেন ক্রিকেটাররা। অ্যাডিলেইড থেকে ফ্লাইটে চড়ছেন ৩০ জনের বহরের ২১ জন। অধিনায়ক সাকিব আল হাসান সিঙ্গাপুর থেকে ধরবেন যুক্তরাষ্ট্রের ফ্লাইট। নুরুল হাসান সোহানসহ কয়েকজন ক্রিকেটার আরো কিছুদিন অস্ট্রেলিয়াতেই থেকে যাচ্ছেন। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরার পরিকল্পনাও আছে তাদের।
এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচে দু’টিতে জিতেছেন সাকিবরা। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের সঙ্গে জিতলেও দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে টাইগাররা।