দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাশিয়ার একটি নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির কোসত্রমা শহরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক মাতাল ব্যক্তি বারের ড্যান্স ফ্লোরে ‘ফ্লেয়ার বন্দুক’ চালানোর পরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ‘পলিগন’ নামের ওই বারটি আগুনে পুড়ে গেছে। মাতাল ওই ব্যক্তি এক নারীর সঙ্গে ক্লাবে সময় কাটাচ্ছিলেন। হাতে একটি ফ্লেয়ার বন্দুক নিয়ে ওই নারীর জন্য তিনি ফুল আনতে বলেছিলেন। এরপর সে ড্যান্স ফ্লোরে গিয়ে গুলি চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গভর্নর সের্গেই সিটনিকভ এর আগে ১৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন। পরে জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, আরও দু’জনের দেহাবশেষ পাওয়া গেছে।