দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ডিসেম্বরে শেষ অথবা আগামী জানুয়ারীর শুরুতে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে নভেম্বর অথবা ডিসেম্বরে তফসিল দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। রোববার নির্বাচন ভবনের নিজ দফতরে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান।
তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচন হতে পারে।
সাবেক এই ইসি সচিব বলেন, সময় শেষ করে নির্বাচন করতে চাই না। একটু আগেই করতে চাই। ইভিএম বা সিসি ক্যামেররায় বিষয়ে কমিশন সভায় পরবর্তীতে সিদ্ধান্ত হবে। তবে সব সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত আছে।
ইভিএম বা সিসি ক্যামেরা ব্যবহার না করার অনুরোধ রাখবেন কি-না এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, যদি আমাদের কারিগরি সামর্থ্য হয় তবে কারো কথা শোনার তো কোনো সুযোগ নেই। ইভিএমের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আমাদের।
তিনি আরো বলেন, সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য বাসা বাড়িতে, মার্কেটে, রাস্তায় আছে। এটার কারণ হলো অপরাধ কে করল তা সহজে ধরার জন্য। সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা সতর্ক থাকে। অন্যদিকে সবারই সক্ষমতা সীমিত। আইন-শৃঙ্খলা বাহিনী, কমিশন কারোর সক্ষমতা অসীম নয়। সিসি ক্যামেরায় থাকলে সবার জন্যই সহজ হয়।