দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নির্বাচনের দাবিতে ইসলামাবাদ অভিমুখে দ্বিতীয় লংমার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার লাহোরে এ কর্মসূচির উদ্বোধন করেন ইমরান খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান সেনাবাহিনীর প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পিটিআই চেয়ারম্যান লংমার্চের উদ্বোধন করেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এই লংমার্চে রাজনীতি নেই, এটি সাধারণ কোনো আন্দোলনও নয়। এই কর্মসূচি হলো মুক্তির জন্য ‘জিহাদ’।
লং মার্চ শুরুর আগে লাহোরের স্বাধীনতা চত্ত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইমরান। এসময় তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্সের (আইএসআই) প্রধানের তীব্র সমালোচনা করেন।
বৃহস্পতিবার বিরল ও নজিরবিহীন সংবাদ সম্মেলনে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের জন্য সেনাবাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সমর্থন চেয়েছিলেন।
এর জবাব দিতে গিয়ে ইমরান খান বলেছেন, ‘আইএসআইয়ের মহাপরিচালক মনোযোগ দিয়ে শুনুন, আমি যে জিনিসগুলি জানি, আমি প্রতিষ্ঠান ও দেশের স্বার্থে নীরব রয়েছি। আমি আমার দেশের ক্ষতি করতে চাই না। যখন আমরা প্রতিষ্ঠানের সমালোচনা করি, তখন তা গঠনমূলক এবং আপনাদের উন্নতির জন্য। আমি আবার বলছি, আমি অনেক কিছু বলতে পারি এবং আপনার জবাব দিতে পারি। কিন্তু আমি চাই না প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ুক।’