দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসে মোস্তাফিজুর রহমান (৫০) নামের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর জেলার কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শাহিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মোস্তাফিজুর রহমান সমাবেশে যোগ দেয়ার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, পুলিশের গুলিতে ৫ নেতা-কর্মী নিহতের প্রতিবাদে রংপুর বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় দলটি। রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়।