1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক - DeshBideshNews
November 26, 2024, 6:54 am
 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

  • Update Time : Tuesday, October 25, 2022
  • 86 Time View
ঋষি সুনাক

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ঋষি সুনাকই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। লিজ ট্রাসের কাছে হারের সাত সপ্তাহ পরই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুনাক। তিনি প্রথম ব্রিটিশ এশীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটি পার্টির কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি সোমবার ঋষি সুনাকের দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রিত্বের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। ২০১৫ সালে রিচমন্ডের (ইয়র্কস) এমপি নির্বাচিত হন তিনি। এরপর খুব অল্প সময়ের মধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাফল্য পান তিনি। আর এখন যুক্তরাজ্যের সর্বোচ্চ পদে আসীন হতে চলেছেন ঋষি।

সোমবার (২৪ অক্টোবর) সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। টুইটার ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। নেতৃত্বের প্রতিযোগিতা সীমিত সময়ের জন্য। আমার পক্ষে যারা প্রচারণা চালিয়েছেন, তাদের জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক কভিড মহামারী চলাকালীন দেশের আর্থিক তদারকি করেছিলেন। তিনিই দলীয় এমপিদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাওয়া একমাত্র প্রতিযোগী ছিলেন। সুনাকের প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সোমবার মনোনয়ন বন্ধের শেষ দিকে দৌড় থেকে সরে পড়েন।

বিরোধীদল লেবার বলছে সুনাক হচ্ছেন ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট ছাড়াই নির্বাচিত আরেক টোরি প্রধানমন্ত্রী। দলটি স্কটিশ ন্যাশনাল পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস এবং গ্রিন পার্টির সঙ্গে গলা মিলিয়ে সাধারণ নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে আসছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ