1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের স্থলভাগের দিকে এগিয়ে আসছে - DeshBideshNews
November 28, 2024, 1:45 am
 

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের স্থলভাগের দিকে এগিয়ে আসছে

  • Update Time : Sunday, October 23, 2022
  • 83 Time View

নিউজ ডেক্সঃ-

বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা যায়। এটি ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে।গভীর নিম্নচাপের অগ্রভাগের প্রভাবে বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এদিকে দেশের বিভিন্ন জায়গার আকাশ সকাল থেকেই মেঘালা রয়েছে । এটি সকাল ৯টায় বাংলাদেশের উপকূল থেকে সর্বনিম্ন ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল  ঘূর্ণিঝড় সিত্রাং ।

নিম্নচাপটি সোমবার (২৪ অক্টোবর) সকাল নাগাদ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর এটি বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভারি থেতে অতিভারি বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলীয় ১৫ জেলার নিম্নাঞ্চলে সর্বোচ্চ ৫ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, গভীর নিম্নচাপটির বর্ধিতাংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ