দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের জয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের লড়াই দারুণভাবে জমে উঠেছে। বুধবার হোবার্টে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে উইন্ডিজ। তারা আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে ১৮.২ ওভারে ১২২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
এই জয়ে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড প্রত্যেকে ২টি করে ম্যাচ খেলে ১টি করে জয় পেয়েছে। সবার পয়েন্ট সমান ২ করে। তাদের মধ্যে স্কটল্যান্ড নেট রান রেটে এগিয়ে শীর্ষে অবস্থান করছে। জিম্বাবুয়ে আছে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও আয়ারল্যান্ড আছে চতুর্থ স্থানে। এর ফলে শেষ ম্যাচটি সব দলের জন্যই বাঁচা-মরার হয়ে দাঁড়িয়েছে। ক্যারিবীয়দের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২২ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।
লুক জঙ্গইয়ে ও ওয়েসলি মাধেভেরে ছাড়া বলার মতো রান করতে পারেননি জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার। মাধেভেরে ১৯ বলে ২৭ ও জঙ্গইয়ে ২২ বলে ২৯ রান করেন। রায়ান বার্লের ব্যাট থেকে আসে ১৭ রান। আজ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সিকান্দর রাজা। ৮ বলে ১৪ রান করেই ফিরেছেন সাজঘরে। ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন, ৪টিই বোল্ড। জেসন হোল্ডারের শিকার তিন উইকেট।
এর আগে, টসে জিতে ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে উইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান (৩৬ বলে) করেন ওপেনার জনসন চালর্স। শেষদিকে রভম্যান পাওয়েল ২১ বলে ২৮ ও আকিল হোসেন ১৮ বলে ২৩ রান করেন। সিকান্দর রাজা ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। ব্লেসিং মুজারাবানি ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন আলজারি জোসেফ।