দেশ-বিদেশ নিউজ ডেস্ক : জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সম্পর্ক ছিন্ন করার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। জেমি ডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও নির্দষ্টি সময়ের আগে চাকরিচ্যুত করে এবং পরবর্তীতে পাওয়ান পরিশোধ না করায় কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে। বাফুফেকে ফিফার জরিমানার বিষয়টি চলতি সপ্তাহেই জেমি ডে ইংল্যান্ড থেকে নিশ্চিত করেছেন। যদিও বাফুফে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য করেনি।
গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাফুফে জেমি ডেকে কাজ থেকে দূরে রাখে৷ জেমি ডের চুক্তি ২০২২ সালের আগস্ট পর্যন্ত থাকলেও বাফুফে তার পাওনা পরিশোধ করেনি৷ এজন্য জেমি আইনজীবীর মাধ্যমে ফিফায় আবেদন করেন৷ বাফুফে ফিফার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে। শেষ পর্যন্ত ফিফার রায় জেমির পক্ষে গিয়েছে।
জেমি লন্ডন থেকে জানান, ফিফা আমার অর্থ প্রদানের জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে। আমার আইনজীবী এই রকমই জানিয়েছেন।
বিভিন্ন মাধ্যমে কোটি টাকার জরিমানার কথা উল্লেখ হলেও তিনি বলেন, টাকার অঙ্কটি গোপনীয়। তবে যেটি বলা হচ্ছে অতোটা নয়। আমার আইনজীবী ও বাফুফে এ বিষয়ে বিস্তারিত জানে। আমি শুধু জানি, ফিফা আমার পক্ষে রায় দিয়েছে।